সরাইলে পুজা উদযাপন কমিটির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
সরাইলে পুজা উদযাপন কমিটির সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনার অংশ হিসেবে মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধায় সরাইল উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দ তাদের স্ব স্ব ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।
সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া ডা: আশীষ চক্রবর্তী এর বাড়িতে, কাচারিপাড়া আনন্দময়ী কালি বাড়িতে ও সাহা পাড়া নারায়ন চন্দ্র আচার্য্য এর বাড়িতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় সভা করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুর। সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো: জাকারিয়া, বিএনপি নেতা রফিকুল ইসলাম মানিক, তাহমিন মিয়া, ফজল মিয়া, রুহুল আমিন রোবেল, সালা উদ্দিন বিপ্লব ও যুবদল নেতা উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ ব্যপারে উপজেলা বিএনপির সভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুর বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নির্ধেশ মোতাবেক তাদের স্ব স্ব ইউনিয়নের বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন। সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া, কাচারিপাড়া ও সাহাপাড়ায় পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট নেতবৃন্দের সাথে আমরা মতবিনিময় সভা করেছি। তিনি আরও বলেন, সম্প্রীতির বন্ধনে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরাইলে পূজা উদযাপিত হবে বলে প্রত্যাশা করছি।
আপনার মন্তব্য লিখুন