সরাইলে পুকুরে বিষ দিয়ে ২২ লক্ষাধিক টাকার মাছ নিধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ , ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে পুকুরে বিষ দিয়ে ২২ লক্ষাধিক টাকার মাছ নিধন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে বিষ দিয়ে ২২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলার শাহবাজপুর ধীতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শাহবাজপুর উত্তর ধীতপুর এলাকার নজরুল ইসলাম নামে এক ব্যক্তির চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা ২২ লক্ষাধিক টাকার মাছ মরে পানিতে ভেসে ওঠে। এতে মৎস চাষী নজরুল ইসলাম মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
এ ব্যপারে ভুক্তভোগী মৎসচাষী নজরুল ইসলামের পুত্র আব্দুল হাকিম বলেন, আমাদের চাষকৃত পুকুরে বিষ দিয়ে ২২ লক্ষ টাকার মাছ নিধন করেছে চিহ্নিত দুর্বৃতরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্থি দাবি করছি।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, ইতিমধ্যে পুকুরে মাছ মেরে ফেলার বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য লিখুন