সরাইলে পুকুরের পানিতে কার্টুনে ভাসমান নবজাতক শিশুর লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে কার্টুনে ভাসমান নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। উপজেলার কালিকচ্ছ দত্তপাড়া রবিদত্তের বাড়ি সংলগ্ন পুকুর থেকে আজ বুধবার(১৬অক্টোবর) সকাল ১০টায় নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ৯টায় একটি বাক্স পুকুরের পানিতে ভাসতে দেখে উৎসুক জনতা ভীড় জমায়। এ সময় একই এলাকার সুমন মিয়া নামে এক ব্যক্তি কৌতূহল বসতঃ বাক্সটি খুলে দেখেন একটি নবজাতক শিশুর লাশ। কালিকচ্ছ এলাকার বাসিন্দা ও সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার বাড়ির কাছাকাছি এলাকায় একটি পুকুরে নবজাতকের মৃতদেহ ভাসতে দেখে লোকজন আমাকে খবর দেন। আমি ঘটনাস্থলে এসেছি, বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে। খবর পেয়ে
সরাইল থানার এস আই শহীদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাক্স ভর্তি নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আপনার মন্তব্য লিখুন