সরাইলে পিপিইসহ সচেতনতামূলক সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিপিই, সেনিটাইজার,, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের নোয়াঁগাও গ্রামের কৃতি সন্তান, জেলা পরিষদ সদস্য ও সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পায়েল হোসেন মৃধা। জেলা পরিষদের উদ্যোগে আজ শনিবার(১১এপ্রিল) তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটোসহ সংবাদকর্মী, স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকের মাঝে উক্ত সামগ্রী বিতরণ করেছেন।
করোণা পরিস্থিতিতে প্রতিরোধমূলক ও সচেতনতামূলক এসব সামগ্রী বিতরণ করায় সংশ্লিষ্ট সকলে তাকেঁ ধন্যবাদ জানান। উল্লেখ্য ইরিপূর্বে উপজেলার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।
আপনার মন্তব্য লিখুন