সরাইলে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ , ২৬ নভেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭(পিএসসি) এর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান। তিনি আজ ২৬নভেম্বর রবিবার দুপুর ১টায় আলীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা নিয়ন্ত্রনে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উল্লেখ্য গত ১৯নভেম্বর পিএসসি পরীক্ষা শুরু হয়ে আজ ২৬নভেম্বর রবিবার পরীক্ষা শেষ হয়।
আপনার মন্তব্য লিখুন