সরাইলে পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষক মাওলানা গাজী মাহফুজ মাদানীর শিশু পুত্রের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার(১৪সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও সরাইল রাবিয়া শিকদার মাদ্রাসার শিক্ষক মাওলানা গাজী মাহফুজ মাদানীর দ্বিতীয় পুত্র মো: হোসাইফ(৪) পানিতে ডুবে মৃত্যুবরণ করে। মাওলানা গাজী মাহফুজ মাদানীর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটিকে সকালে খোঁজে পাচ্ছিলনা। খোঁজা-খোঁজির এক পর্যায়ে তাদের বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়। এসময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাওলানা গাজী মাহফুজ মাদানীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুটির মা পুত্রশোকে বার বার মুর্ছা যাচ্ছিলেন। শিশু পুত্র হারিয়ে শোকাহত মাওলানা গাজী মাহফুজ মাদানীর প্রতি সহমর্মিতা জানিয়ে শোকসন্তুপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন মাওলানা গাজী মাহফুজ মাদানীর শুভাকাংখীসহ স্থানীয় এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন