সরাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(৫সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারের বঙ্গ গার্মেন্টসের মালিক ও উচালিয়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃসাহার আলী হাসানের পুত্র মোহাম্মদ(৪) সকালে নিখোজঁ হয়। পরে খুঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুর থেকে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত শিশুটির বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। শিশুপুত্রকে হারিয়ে তার পিতা-মাতা বার বার মূর্ছা যাচ্ছিলেন।
আপনার মন্তব্য লিখুন