সরাইলে পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ১৭ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভুইশ্বর বাজারে অবস্থিত মুখলেছুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা নিশাত, জেলা আওয়ামী লীগের সদস্য কাছন মিয়া, সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট জয়নাল উদ্দিন জয়, কায়কোবাদ, এডভোকেট ওসমান গণি, মো.নাজিম উদ্দিন, বেবী ইয়াসমিন, পাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদসহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন