সরাইলে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক খুন, গ্রেফতার: ২
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩১ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক খুন, গ্রেফতার: ২
নিজস্ব প্রতিবেদক, সরাইল নিউজ২৪:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপুর্যপুরি ছুরির আঘাতে লালখা ওরফে সারোয়ার (২৪) নামে এক যুবক খুন হয়েছে।
লালখা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আবুল কালামের পুত্র।
পাওনা টাকা চাইতে গিয়ে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া কুমার বাড়ি সংলগ্ন সড়কে শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আল আমিন ও জসিম নামে দুই যুবক লালখা নামে অপর এক যুবকের বুকে, বুকের নীচে ও বামহাতে ৩ টি ছুরিকাঘাত করে। এ সময় লালখা’র আর্তচিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে ছুরিসহ যুবক জসিমকে হাতে নাতে আটক করে এবং অপর যুবক আলআমিন পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত লালখাকে সরাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয় জনতা হত্যাকান্ডে জড়িত যুবক জসিমকে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ সময় আটক জসিম স্থানীয় সাংবাদিকদের জানান, পাওনা টাকা চাইতে লালখা নামের যুবক আলআমিনের ভাড়া বাসা বড্ডাপাড়া এলাকায় আসেন। এ সময় আলআমিনের সঙ্গে সে ছিল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরি দিয়ে লালখাকে আলআমিম বুকে উপুর্যুপুরি আঘাত করে ছুরিটি তার হাতে দিয়ে আলআমিন পালিয়ে যায়। এ সময় সে পালানোর সময় জনতা তাকে আটক করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই আলআমিনকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত জসিম মিয়া (৩৭) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন নরসিংসার এলাকার নুর মিয়া’র পুত্র। সে উপজেলা সদরের সৈয়দটুলা (হাফিজটুলা) এলাকায় শশুর মোশাররফ হোসেনের বাড়িতে বসবাস করত। এবং অপর আসামি আলামিন (৩৫) বিজয়নগর থানাধীন সেজামুড়া এলাকার মৃত সফিক মিয়া’র পুত্র, তবে বর্তমানে সরাইল বড্ডাপাড়া গ্রামে মৃত হাফিজ মিয়া’র বাড়িতে সে ভাড়া বাসায় থাকত।
এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত জসিম ও আল আমিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











আপনার মন্তব্য লিখুন