১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে পরিবহন ধর্মঘটে অচল অবস্থা, জনতার দুর্ভোগ চরমে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1540730942010

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলমান পরিবহন ধর্মঘটে কার্যত অচল অবস্থা বিরাজ করতে দেখা গেছে। উপজেলার বিভিন্ন সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল না থাকায় দূর-দূরান্ত থেকে পায়ে হেটেঁ আসা জনতার দখলে ছিল সড়ক পথ। বিশেষ বয়ো:বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুসহ রোগীদের দুর্ভোগ ছিল চরমে। উপজেলার বিভিন্ন রাস্তায় শিশু শ্রমিকরাও লাঠি হাতে নিয়ে দিনব্যপি ছিল সরব। দু’একটা মাঝে মধ্যে চলততে দেখলেই হুমরি খেয়ে দলবদ্ধভাবে গতিরোধ করে সেই সকল যানববাহনের। সিএনজি ও অটোরিক্সাসহ সব ধরণের যানবাহন চলাচল কার্যত বন্ধ থাকায় দিশেহারা ছিল গন্তব্যে পৌছাঁর লক্ষ্যে ঘরছাড়া লোকজন। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে দূরপাল্লার যানবাহন চলতে দেখা যায়নি। সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়তে হয়েছে নির্দিষ্ট সময়ে অফিগামী লোকদের।  এ অবস্থা চলবে টানা ৩দিন এ কথা ভাবতেই অনেকে হাঁফিয়ে উঠেন। ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আহবানে সারাদেশে ডাকা পরিবহন ধর্মঘটের প্রথম দিনে ছিল রোববার(২৮অক্টোবর)।
 নতুন আইনে দূর্ঘটনায় মানুষ মারা গেলে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৫ বছরের জেল। এ আইন সংশোধনসহ ৭দফা দাবি আদায়ে চলমান ধর্মঘটে কার্যত অচল ছিল সরাইলের সড়ক পথ। এ অবস্থা চলবে আরও ২দিন।  সড়কে  স্বাভাবিক যানচলাচলের সুষ্টু পরিবেশ সৃষ্টি করে জণগনের দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন