সরাইলে পতাকা উড়াতে গিয়ে স্কুলছাত্র ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ , ১ জুলাই ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলমান বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিলের সমর্থক মো: মাহিন মিয়া(১০) নামে এক স্কুল ছাত্র সমর্থক দলের পতাকা উড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। উপজেলার পাকশিমুল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আবদুল আওয়াল মিয়ার একমাত্র পুত্র মাহিন শুক্রবার বিকালে নিজ বাড়িতে গাছে উঠে পতাকা উড়াতে গিয়ে মাঠিতে পড়ে গিয়ে গুরতর আহত হয়। জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। মাহিন পাকশিমুল বর্ণমালা মডেল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। এদিকে শনিবার(৩০জুন) বিকালে পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের জুনাইদ হোসেনের দুই যমজ শিশু সন্তান আশা(৪) ও লিসার(৪) লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয় এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন