সরাইলে নৌকা প্রতীকে ২জন, লাঙ্গল প্রতীকে ১জন ও স্বতন্ত প্রতীকে ৬জন চেয়ারম্যান নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে নৌকা প্রতীকে ২জন, লাঙ্গল প্রতীকে ১জন ও স্বতন্ত প্রতীকে ৬জন চেয়ারম্যান নির্বাচিত
এম এ করিম, সরাইল নিউজ ২৪. কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রোববার (২৮ নভেম্বর) সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহন শেষ হয়। উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের এ নির্বাচন মোট ১০১ টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সরাইল সদর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ও বাকী ৮ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হয়। বড় ধরনের কোনো সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী না থাকলেও উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের ৯ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়া অন্যান্য দলীয় প্রতীকে চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীগণ বিভিন্ন প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।
নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে ২জন, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে ১জন ও স্বতন্ত প্রতীকে ৬জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের মধ্যে শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে খায়রুল হুদা চৌধুরী বাদল ও শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকে আছমা আক্তার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকী ৭ টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীগণ পরাজিত হয়েছেন। বাকী ৭ টি ইউনিয়নের মধ্যে ৬ টিতে স্বতন্ত্র ও ১ টিতে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সরাইল সদর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে আব্দুল জব্বার(স্বতন্ত্র), পানিশ্বর ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে মোস্তাফিজুর রহমান মিষ্টার (স্বতন্ত্র), চুন্টা ইউনিয়নে আনারস প্রতীকে মোঃ হুমায়ুন কবীর (স্বতন্ত্র), নোয়াগাঁও ইউনিয়নে চশমা প্রতীকে মুনসুর আহমদ (স্বতন্ত্র), কালিকচ্ছ ইউনিয়নে মোটর সাইকেল প্রতীকে ছায়েদ হোসেন ( স্বতন্ত্র), পাকশিমুল ইউনিয়নে আনারস প্রতীকে কাউছার মিয়া (স্বতন্ত্র) ও অরুয়াইল ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আপনার মন্তব্য লিখুন