সরাইলে নেতা-কর্মীদের সাথে সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার চা চক্র
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সাবেক সেক্রেটারী, জেলা বিএনপির সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার চার বারের নির্বাচিত এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া আজ ৩সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করে ফেরার পথে উপজেলা সদরে নেতা-কর্মীদের সাথে চা চক্রে মিলিত হন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে অবস্থিত তানভির ট্রাভেলসে আজ বিকালে এ চা চক্র অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, জেলা যুবদলের সদস্য এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ জিল্লু, প্রচার সম্পাদক আহাদ মৃধা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী(ডি এম আলী), উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, মো: নুরুল আমিন মাস্টার, মো: আব্দুল করিম মাস্টার, সরাইল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিগ্যান খন্দকার, যুবদল নেতা এলেম, কামাল, ছাত্র নেতা খোকন, রাসেল সহ অন্যান্য নেতা-কর্মীরা তাৎক্ষনিক এ চা -চক্রে উপস্থিত ছিলেন। পরে উপজেলা শহীদ মিনারের সামনে উপস্থিত নেতা-কর্মীদের সাথে তিনি কিছু সময় কাটান এবং এলাকার সার্বিক বিষয়ে নেতা-কর্মীদের সাথে আলোচনা করেন।
আপনার মন্তব্য লিখুন