সরাইলে নূর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , ১১ মার্চ ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার(১০মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নূর ফাউন্ডেশনের উদ্যোগে ও নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সরাইলল থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডি জি এম(অব:) আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো: হোসেন আলী, প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়।
আপনার মন্তব্য লিখুন