সরাইলে নির্বাচনী সহিংসতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত: ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ , ৪ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী সহিংসতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে আজ বৃহস্পতিবার(৪এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩১মার্চ সরাইল উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন জালভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীকের সমর্থক বড়ইছড়া গ্রামের সাদত আলীর পুত্র রোকন উদ্দিন ও একই এলাকার ঘোড়া প্রতীকের সমর্থক শিবলী মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি মীমাংসা করতে স্থানীয় ফুল মিয়া মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বুধবার(৩এপ্রিল) দিবাগত রাতে স্থানীয় মাদ্রাসা মাঠে শালিশ সভা বসে। শালিশ সভা চলার এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনায় শালিশ সভা পন্ড্র হয়ে যায়। পর দিন বৃহস্পতিবার(৪এপ্রিল) সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সংঘর্ষে নৌকা প্রতীকের সমর্থক রোকন উদ্দিন(৩০) প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত রোকন উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরোও ৫জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যপারে পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা প্রতীকের সমর্থক ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির জের ধওে সৃষ্ট উত্তেজনা মীমাংসা করতে স্থানীয় শালিশী সভা হয়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনায় শালিশ সভা পন্ড্র হয়ে যায়। পরদিন সকালে এ ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বল্লম বিদ্ধ হয়ে রোকন উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে নৌকা যোগে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে রয়েছেন বলে জানিয়ে রোকন উদ্দিন নামে একজন নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন