সরাইলে নির্বাচনী সহিংসতায় বসত ঘর ভাংচুর, আহত: ১০
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ , ১ এপ্রিল ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকালে উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে ঘোড়া প্রতীকের সমর্থক ও মোটর সাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে উপজেলা সদরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও বেপারীপাড়া এলাকার কয়েকটি বসত ঘর ও দোকানপাটে ব্যপক ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সাবেক মেম্বার আবু বকর সিদ্দিক প্রকাশ রকেট মেম্বারসহ উভয় পক্ষের ১০জন লোক আহত হয়। গুরুতর আহত রকেট মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী সহিংসতার আশংকা করছেন অনেকেই। তবে সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন