সরাইলে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সরাইলে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল- মামুন সরকার এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ অক্টোবর) সরাইল উপজেলা সদরের ” সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে” সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণসহ সকল ভোটারদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর এর সভাপতিত্বে ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মজিবুর রহমান বাবুল, সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. নাজমুল হোসেন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো.শফিউল্লাহ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, আওয়ামী লীগ নেতা এড. জয়নাল উদ্দিন জয়, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাউছার, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মিস্টার আলী প্রমুখ।
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আল মামুন সরকারের বিজয় নিশ্চিত করতে দিধাদ্বন্দ্ব ভুলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বক্তাগণ প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন