সরাইলে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে উক্ত আলোচনা সভায় অংশগ্রহন করেন। চুন্টা ইউনিয়ন যুবলীগ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাক্ষণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। সরাইল উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আল এমরান, সরাইল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: বিল্লাল হোসেন, সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার, যুবলীগ নেতা আলমগীর মিয়া, মোয়াজ্জেম হোসেন, মিজান মিয়া, ইকবাল মিয়া, বাবু মিয়া, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিন খান, যুগ্ম আহবায়ক রাজিব মিয়া, যুগ্ম আহবায়ক ফারুক মিয়াসহ অন্যান্য নেতা-কর্মীরা এতে অংশ গ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চুন্টা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো: মনছুর মিয়া ও জেলা যুবলীগ নেতা মো: আশিক মিয়া।
আপনার মন্তব্য লিখুন