সরাইলে নিজ জন্মভূমিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত ব্যারিস্টার শাহ আলী ফরহাদ(প্রিন্স)
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা সরাইলের কৃতি সন্তান, সাবেক অতিরিক্ত সচিব ও আওয়ামী লীগ নেতা ফরহাদ রহমান মাক্কি এর সুযোগ্য পুত্র ব্যারিস্টার শাহ আলী ফরহাদ(প্রিন্স) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথম বারের মত নিজ জন্মভূমি সরাইল উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরবাড়িতে শুক্রবার আসার পর থেকেই বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সমাগমে আনন্দ ও উৎসব মুখুর পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকার কৃতি সন্তানকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় জমান। ফুলে ফুলে বরণ করে নেন রাজনৈতিক নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থতিতে শুক্রবার বিকালে নিজ বাড়ির আঙ্গিনায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি হিসেবে নিয়োগ পেয়ে সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর সুনাম বয়ে আনায় ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে আনুষ্ঠানিকভাবে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। ফুলেল সংবর্ধনায় সিক্ত হোন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তাকেঁ নিয়োগ করায় ব্যারিস্টার শাহ আলী ফরহাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব যেন সততা ও বিশ্বস্থতার সহিত পালন করতে পারেন সেই জন্য সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন