সরাইলে নিজ গ্রামে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপিকে ফুলেল সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ , ১৩ সেপ্টেম্বর ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে নিজের পিতার নামে প্রতিষ্ঠিত “হাজী মুকসুদ আলী জুনিয়র স্কুল” মাঠে আয়োজিত এক সভায় ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূইঁয়াকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়টির এমপিও ভুক্তিতে ও নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ অনুমোদনে বিশেষ অবদান রাখায় বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজ রোববার(১৩সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় এই এমপিকে উক্ত সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয় মাঠে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলাম ভূইঁয়া এর সভাপতিত্বে ও একই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শেখ সাদীর সঞ্চালনায় বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন