সরাইলে নিখোঁজের ৭ দিন পর কিশোর মীর আহাদ আলীকে ফিরে পেলেন স্বজনরা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে নিখোঁজের ৭ দিন পর কিশোর মীর আহাদ আলীকে ফিরে পেলেন স্বজনরা
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মীর আহাদ আলী(১৫) নামে এক কিশোর নিখোঁজের ৭ দিন পর ফিরে পেলেন স্বজনরা। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধায় সরাইল বিশ্বরোড রশিদ সুপার মার্কেটের সামনে তাকে পাওয়া গেছে।
এ ব্যপারে নিখোঁজের পর ফিরে পাওয়া কিশোর মীর আহাদ আলীর বড় ভাই মীর শাহেদ আলী সরাইল নিউজ ২৪.কমকে জানান, আজ সন্ধায় সরাইলের এক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজি অটোরিক্সাযোগে সরাইল আসার পথে বিশ্বরোড রশিদ মার্কেটের সামনে আমার নিখোঁজ ছোট ভাইকে দেখে এসে আমাকে খবর দেন। আনি দ্রুত রিক্সাযোগে সেখানে গিয়ে তাকে পেয়ে বাড়িতে নিয়ে এসেছি।
৭দিন পর নিখোঁজ ছোট ভাইকে খুঁজে পেয়ে আনন্দিত বড় ভাই শাহেদ আলী মহান আল্লাহর শোকরিয়া আদায় করে তার ভাইকে খুঁজে পেতে নানাভাবে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন সকলকে তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের মীরাপাড়ার মীর হাকিম আলীর পুত্র মীর আহাদ আলী গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল ৫টার পর থেকে নিখোঁজ হোন। এ ব্যপারে সরাইল থানায় সাধারণ ডায়রী করা হয়। ডায়রী নং ৪৬২ তারিখঃ ০৮-১০-২০২১। একই দিন অনলাইন নিউজ পোর্টাল ” সরাইল নিউজ ২৪.কম, খোলাবার্তা২৪.কম, একুশে আলো.কমসহ বিভিন্ন মিডিয়ায় এ ব্যপারে নিখোঁজ সংবাদ প্রকাশের ৭ দিন পর নিখোঁজ কিশোর মীর আহাদ আলীকে খুঁজে পেলেন স্বজনরা।
আপনার মন্তব্য লিখুন