সরাইলে নিখোঁজের ৩দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ , ৩ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৩দিন পর মহিউদ্দিন(৭) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের পাটক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার পুত্র ও নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মোঃ মহিউদ্দিন(৭) গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়। পরদিন মহিউদ্দিনের পিতা লিয়াকত মিয়া সরাইল থানায় সাধারণ ডায়রী করেন। ডায়েরির সূত্র ধরে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার পুত্র কবির মিয়াকে (১৬) সন্দেহ মূলকভাবে আটক করেন পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে একটি পাট ক্ষেত থেকে শিশু মহিউদ্দিনের লাশ উদ্ধার করেন পুলিশ।
এ ব্যপারে সরাইল থানার তদন্ত (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ডায়েরির সূত্র ধরে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে কবির মিয়া (১৫) কে সন্দেহ মূলক আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শিশুটির বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে একটি পাট ক্ষেত থেকে শনিবার দিবাগত রাত ২টায় মইনুদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । এ ব্যপারে মামলার প্রস্ততি চলছে।
আপনার মন্তব্য লিখুন