সরাইলে নিখোঁজের ১২ ঘন্টা পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১২ঘন্টা পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ বুধবার(১৭ মার্চ) সকাল ৭টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি এলাকার আব্দুল কাদির এর মেয়ে তাসফিয়ার(৯) লাশ উদ্ধার করা হয়।
আজ বুধবার(১৭ মার্চ) সকালে সরজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসী ও তাসফিয়ার পারিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার(১৬মার্চ) সন্ধার পর বাড়ি থেকে নিখোঁজ হয় তাসফিয়া। পরিবারের লোকজন ও স্বজনরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও তাসফিয়ার কোনো সন্ধান পায়নি। রাতেই তাসফিয়া নিখোঁজের বিষয়ে সন্ধান চেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। নিখোঁজ তাসফিয়ার পিতা আব্দুল কাদির পেশায় একজন কাঠ মিস্ত্রি। তাঁর ১মেয়ে ও ১ পুত্রের মধ্যে তাসফিয়া বড়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়র ৪র্থ শ্রেণির ছাত্রী। কয়েক মাস পূর্বে পরিবারের পক্ষ থেকে তাসফিয়ার কানে স্বর্ণের অলংকার কিনে দেওয়া হয়। নিখোঁজ হওয়ার আগে একই এলাকার মতিন মিয়ার মেয়ে রনি বেগম তাসফিয়াদের বাড়িতে আসা-যাওয়া করত। তাসফিয়া নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের লোকজন রনি বেগমকে সন্দেহ করতে থাকে। এলাকাই মাইকিং ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও তাসফিয়ার কোনো সন্ধান না পাওয়ায় একই রাতে রনি বেগমকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যপারে রনি বেগম প্রথমে কিছু না বললেও পরে এলাকার ঝোঁপের আড়ালে তাসফিয়ার লাশ রয়েছে বলে জানায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টায় এলাকার ঝোঁপের আড়াক থেকে তাসফিয়ার লাশ উদ্ধার করেন পুলিশ।
ধারণা করা হচ্ছে স্বর্ণের অলংকারের লোভে তাসফিয়াকে রাতেই হত্যা করে ঝোঁপের আড়ালে লাশ লুকিয়ে রাখা হয়েছে।
পুলিশ এ ঘটনায় একই এলাকার মতিন মিয়ার মেয়ে রনি বেগম(২০), মীর শাহবাজ আলীর পুত্র হোসেন(১৭) ও আল আমিন মিয়ার পুত্র জামিরসহ ৩জনকে আটক করেছে।
স্কুল ছাত্রী তাসফিয়ার লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন তাসফিয়ার লাশ দেখতে তাদের বাড়িতে ভীড় জমায়। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে তাসফিয়ার পিতা ও মাতার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাসফিয়ার শোকাহত পিতা, মাতা ও স্বজনরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, তাসফিয়ার পরিবারের দেওয়া তথ্য মতে একই এলাকার ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ব্যপক জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাসফিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার দায়ের করার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন