সরাইলে নিখোঁজের পাঁচদিন পর সিএনজি চালকের লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ , ১৫ জুন ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম ও হাসান জাবেদ সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের পাঁচদিন পর জয়নাল মিয়া (২৫) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জয়নাল মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের ছেলে। জানা যায় ১১ জুন সন্ধ্যায় উপজেলার পানিশ্বর বাজার থেকে দুইজন যাত্রীসহ জয়নাল মিয়া সিএনজি অটোরিকশা নিয়ে জেলা সদরের নন্দনপুর যাবার কথা বলে যাত্রা করেন। এরপর থকে আর জয়নাল বাড়ি ফেরেনি। এ ঘটনায় সরাইল থানায় জয়নালের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকার একটি খালে জয়নালের লাশ ভেসে উঠে। খবর পেয়ে বিকালে সরাইল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের পাঁচদিন পর জয়নাল মিয়া (২৫) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জয়নাল মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের ছেলে। জানা যায় ১১ জুন সন্ধ্যায় উপজেলার পানিশ্বর বাজার থেকে দুইজন যাত্রীসহ জয়নাল মিয়া সিএনজি অটোরিকশা নিয়ে জেলা সদরের নন্দনপুর যাবার কথা বলে যাত্রা করেন। এরপর থকে আর জয়নাল বাড়ি ফেরেনি। এ ঘটনায় সরাইল থানায় জয়নালের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকার একটি খালে জয়নালের লাশ ভেসে উঠে। খবর পেয়ে বিকালে সরাইল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আপনার মন্তব্য লিখুন