সরাইলে নিখোঁজের ৫দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
সরাইলে নিখোঁজের ৫দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৫দিন পর সজল দাস (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার(৪ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সজল দাস নন্দীপাড়া গ্রামের চরণী দাসের পুত্র। পেশায় তিনি মৎস্যজীবী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সজল দাস বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধার দিকে গ্রামের একটি পুকুরে অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পরিবারের লোকজন গিয়ে সজল দাসের লাশ শনাক্ত করেন। সজল দাসের স্ত্রী কৈলাস রানী দাস (৪০) বলেন, তাঁর স্বামী কিছুটা মানসিক রোগী ছিল। প্রায় সময়ই সজল দাস বাড়ি থেকে বের হয়ে কয়েক দিন নিখোঁজ থাকার পর ফিরে আসতেন। এ ছাড়া তিনি মৃগীরোগীও ছিলেন। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, পরিবারের লোকজনের কোনো আপত্তি না থাকায় তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন