সরাইলে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা শাহ আলম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ , ৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে না ফেরার দেশে চলে গেলেন বিএনপি নেতা শাহ আলম
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা মো: শাহ আলম আর নেই। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় ঢাকার বনশ্রীতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ইটালি প্রবাসী এক মেয়ে ও এক পুত্র সন্তান রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা স্থানীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হতে পারে বলে মরহুমের নিকটাত্বীয় ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সেলিম আজহারুল ইসলাম ঠাকুর প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে জানাজার চূড়ান্ত সময় ঢাকা থেকে লাশ বাড়িতে ফেরার পর জানানো হবে বলেও তিনি জানান।
সরাইল উপজেলা সদরের বড়দেওয়ান পাড়ার পরিচিত মুখ মরহুম শাহ আলমের পারিবারিক সূত্র আরও জানায়, গত দুই মাস পূর্বে হঠাৎ জন্ডিস রোগ্র আক্রান্ত হোন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করেন। এর পরেও শারীরিক সুস্থতার উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি ভারতের চেন্নাই গিয়ে চিকিৎসা করেন। পরবর্তীতে তার লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে এক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হউন। বাচাঁর সকল প্রচেষ্টা শেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কাছে হেরে গিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এক সময়ের স্বনাম ধন্য ফুটবল খেলোয়ার ও সদা হাস্যোজ্জ্বল এই বিএনপি নেতার মৃত্যুতে দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।











আপনার মন্তব্য লিখুন