৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে নব নির্বাচিত ১০৮ জন ইউপি সদস্যের আনুষ্ঠানিক শপথ গ্রহণ, চেয়ারম্যানদের বিদায় ও বরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ , ১৭ জানুয়ারি ২০২২, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে নব নির্বাচিত ১০৮ জন ইউপি সদস্যের আনুষ্ঠানিক শপথ গ্রহণ, চেয়ারম্যানদের বিদায় ও বরণ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উজেলার ৯টি ঈউনিয়ন পরিষদে নব নির্বাচিত সাধারণ সদস্য ৮১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২৭ জনসহ মোট ১০৮ জন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেছেন।

আজ সোমবার (১৭ জানুয়ারী) উপজেলা পরিষদের সামনে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল নির্বাচিত সদস্যগণকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে গত ১১ জানুয়ারী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নে নির্বাচিত ৯ জন চেয়ারম্যান আনুষ্ঠানিক শপথ গ্রহন করেন।

নবনির্বাচিত চেয়ারম্যানদের আনুষ্ঠনিকভাবে বরণ করে নেওয়ার পাশাপাশি বিদায়ী চেয়ারম্যানদের আজ একই সাথে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

received_4688305117938269

সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যন মোঃ আবু হানিফ, মহিলা ভাইস-চেয়ারম্যন রোকেয়া বেগম,
সরাইল থানার ওসি ( তদন্ত) মোঃ শেহাবুর রহমান,
উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশরাফ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গেল বছরের ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সারা দেশের ১ হাজার ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সাথে সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদে ইভিএম ও বাকী ৮ টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪২ দিন পর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানগণ ও নির্বাচনের ৪৮ দিন পর উপজেলা পরিষদ চত্বরে নব নির্বাচিত সদস্যগণ আনুষ্ঠানিক শপথ গ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন