সরাইলে নবাগত ইউএনওকে পাইলট বালিকা বিদ্যালয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২১ পূর্বাহ্ণ , ৩১ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নবাগত ইউএনও আরিফুল হক মৃদুলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। বুধবার(৩০ডিসেম্বর) সন্ধায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করা হয়। একই দিন বিকালে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে সরকারি বিধি অনুযায়ী শিক্ষার্থী বাছাই উপলক্ষে বিদ্যালয় মাঠে লটারী অনুষ্ঠিত হয়। এ সময় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিসার ডাঃ মোঃ নোমান মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের নির্বাচিত সদস্য গাজী মোঃ আব্দুর রাজ্জাক, এস এম ফরিদ, মোঃ মাহফুজ মিয়া, কাজী আমিনুল ইসলাম শেলভী, দিলরুবা আক্তার রুবীসহ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন এ সময় উপস্থিত ছিলেন। এদিকে প্রথমবারের মত সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগত ইউএনও আরিফুল হক মৃদুল এর আগমন উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন