২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ‘নতুন দিন’ এর উদ্যোগে মাতৃ দুগ্ধ সপ্তাহ পালিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “নতুন দিন” এর উদ্যোগে মাতৃ দুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকাল ১০টায় ইউএসএআইডি ও এসএমসি এর অর্থায়নে সীমান্তিক বাস্তবায়িত “নতুন দিন-এমআইএসএইচডি” প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে “নতুন দিন” জেলা কার্যালয়ে “ বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ ”২০২০ইং পালিত হয়। উক্ত অনুষ্ঠানে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: আনাস ইবনে মালেক এর উপস্থিতিতে ১১ জন দুগ্ধদানকারী মা কে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় “মাতৃদুগ্ধ দানে সহায়তা করুন-স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন”। উক্ত আলোচনা সভাতে বক্তব্য রাখেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: আনাস ইবনে মালেক, সীমান্তিক ‘নতুন দিন’ এর ডিষ্ট্রিক্ট টিম লিডার শুভাশীষ দাস। সীমান্তিক ‘নতুন দিন’ এর হিসাব সহকারী সৈয়দ হাবিবুর রহমান, উপজেলার জিএসএমসহ সিএম বৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন । উক্ত সভায় উপস্থিত দুগ্ধদানকারী মায়েদেরকে তাদের সন্তানের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সেই সাথে ৬ মাস পরবর্তী সময়ে তাদের সন্তানদের জন্য এসএমসি এর “মনিমিক্স” পুষ্টি পাউডারও প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন