সরাইলে দ্বিতীয় ধাপে শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন হাজী শফিকুল ইসলাম সেলু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ , ১ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান, সরাইল উপজেলার বিশিষ্ট ঠিকাদার হাজী শফিকুল ইসলাম সেলু দ্বিতীয় ধাপে শতাধিক পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। গতকাল দিন ব্যপি উপজেলা সদরের সৈয়দটুলা, মোগলটুলা, চাঁনমনিপাড়া, হালুয়াপাড়াসহ আশপাশের এলাকার হতদরিদ্র শতাধিক পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। ইতিপূর্বে তিনি নিজ গ্রাম সৈয়দটুলার বিভিন্ন পাড়া মহল্লায় দুই শতাধিক কর্মহীন পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। এ ব্যপারে হাজী শফিকুল ইসলাম সেলু সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনা পরিস্থিতির এই সংকটময় সময়ে কর্মহীন হত দরিদ্র সাধারণ মানুষের পাশে দাড়াঁনোর সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। যতদিন এই পরিস্থিতি থাকবে আমার সাধ্যমত হত দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে থেকে এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখব ইনশাল্লাহ।
আপনার মন্তব্য লিখুন