৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ৩৫জন কৃতী ব্যক্তিবর্গকে আনুষ্ঠানিক সংবর্ধনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ , ৩১ মার্চ ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1522482268841

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ৩৫জন কৃতী ব্যক্তিবর্গকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার(৩০মার্চ) বিকাল ৪টায় সংগঠন সংলগ্ন খালি মাঠে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজেসেবক সাদেকা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল-সার্কেল) মোহাম্মদ মনিরুজ্জামান ফকির, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন প্রমুখ। এতে দেওড়া গ্রামের ২১ জন কৃতী সন্তান (জলন্ত প্রদীপ), ৯ ওয়ার্ডের ৯ জন সেরা কৃষক (স্বর্ণপুত্র), ৫ জন সফল অভিভাবককে (পরশ পাথর) সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন