সরাইলে দু’পক্ষের সংঘর্ষের জের, ৭০০ জনের বিরুদ্ধে মামলা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ , ২৫ আগস্ট ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর হামলা ও দায়িত্ব পালনে বাঁধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলাটি শুক্রবার দুপুরে রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে সংঘর্ষের দিন আটক ১৩ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বেপারীপাড়ার শাহ আলম মেম্বার ও রকেট মেম্বার এর সমর্থকদের মধ্যে প্রাথ:বাজারে মাছ ব্যবসার বসার জায়গা নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০জন লোক আহত হয়।
আপনার মন্তব্য লিখুন