সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামীলীগ নেতাসহ আহত:২০
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামীলীগ নেতাসহ ২০জন লোক আহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের জিনহাটিতে রোববার(৭অক্টোবর) সকাল ১১টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আওয়ামীলীগ নেতা হাজী ইকবাল হোসেন ও আবু বকর এর লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘন্টাব্যাপি সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামীলীগ নেতা হাজী ইকবাল হোসেন ও আবু বকরসহ উভয় পক্ষের ২০জন লোক আহত হয়েছেন। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে গুরুতর আহত আওয়ামীলীগ নেতা হাজী ইকবাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ও আবু বকরকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন