২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে দুই সন্তানসহ নিখোঁজ গৃহবধূ পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধার, আটক:১

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ , ১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

 
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সন্তানসহ নিখোঁজ গৃহবধূ সামিরা আক্তার ঝর্ণাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তারিকুল ইসলাম নামে সামিরার কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ। বুধবার(১৩ডিসেম্বর) দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার টেরিংবাজার থেকে দুই সন্তানসহ নিখোঁজ সামিরা আক্তার ঝরণাকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় আটক তারিকুল ইসলাম, দুইসন্তানসহ গৃহবধূ সামিরা আক্তার ঝরণাকে সরাইল থানায় নিয়ে আসা হয়েছে। গৃহবধূ সামিরা আক্তার ঝর্ণা প্রেমের টানে কথিত প্রেমিক তারিকুল ইসলামের হাত ধরে ঘর ছেড়ে নিখোঁজ ছিলেন বলে ধারনা করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, আটক ঝর্ণার কথিত প্রেমিক মো. তারিকুল ইসলামের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায়। র্ঝনার স্বামী মোসলেহ উদ্দিন পল্টুর সাথে গত দুই বছর পূর্বে চট্রগ্রামে চাকরী করার সুবাধে তাদের বাসায় আসা-যাওয়া করত তারিকুল ইসলাম। এর সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারিকুল ইসলাম চাকরি ছেড়ে মালয়শিয়া চলে যায়। গত ৫ডিসেম্বর তারিকুল মালয়শিয়া থেকে দেশে আসার পর একই দিন সামিরা আক্তার র্ঝনা তার হাত ধরে দুই সন্তানসহ পালিয়ে যায়। জানা গেছে, সরাইলের বড় দেওয়ান পাড়ার মৃত শাফি উদ্দিন ঠাকুরের পুত্র মোসলেহ উদ্দিন পল্টুর সাথে ২০০৬সালে কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়ার আব্দুর রফিক লস্করের মেয়ে সামিরা আক্তার ঝর্ণার বিয়ে হয়। তামিম ও নওরীন নামে তাদের দুই সন্তান রয়েছে। গত ৫ই ডিসেম্বর বাবার বাড়ি থেকে সন্তানসহ নিখোঁজ হন ঝর্ণা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ৮ই ডিসেম্বর সরাইল থানায় সাধারণ ডায়রি করা হয়। এ ঘটনায় বেনু দাস নামে এক অটোরিকশা চালককে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। বেনু দাসের অটোরিকশা করেই ৫ই ডিসেম্বর বাড়ি থেকে বের হন ঝর্ণা। সেই থেকে নিখোঁজ ছিলেন দুই সন্তানসহ সামিরা আক্তার ঝর্না। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন পরকীয়ায় আসক্ত হয়ে তারিকুল ও ঝর্ণা পালিয়ে যান। প্রযুক্তির ব্যবহার করে ও বিভিন্ন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই সন্তানসহ নিখোঁজ গৃহবধূ সামিরা আক্তার ঝর্নাকে উদ্ধার করা হয়েছে। তারিকুল ইসলামকে আটক করা হয়েছে। আটক তারিকুল, দুইসন্তানসহ গৃহবধূ সামিরা আক্তার র্ঝণাকে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটায় সরাইল থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন