সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত: ১ আহত: ৩০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ , ৫ জুলাই ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ৩০জন আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বুধবার দুপুরে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর শাখাইতি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাখাইতি গ্রামের নুরু মেম্বার ও শাহেদ মেম্বারের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে শাহেদ মেম্বারের পক্ষের লোক শাখাইতি গ্রামের মলাই মিয়ার পুত্র কালু মিয়া(৩৬) প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের ৩০জন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) রূপক কুমার সাহা বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে ।
আপনার মন্তব্য লিখুন