সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত:১, আহত : অর্ধ-শতাধিক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও অর্ধ-শতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার(১১অক্টোবর) সকাল ৯টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার(সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির ও সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুঁটে যান এবং টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আঁখিতারা গ্রামের বাসিন্দা সামসুল হক ও ইউনুছ মিয়ার মধ্যে রাস্তা সংক্রান্ত বিরোধের জের ধরে সকাল ৯টায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৩ঘন্টা ব্যপি সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ-শতাধিক লোক আহত হয়। গুরুতর আহত হারুন চোধুরীকে(৫৫) জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হারুন চৌধুরী আঁখিতারা গ্রামের মালেক চৌধুরীর পুত্র। আহতদের সরাইল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন