সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত: ১৫
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ , ২৯ জানুয়ারি ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার (২৯জানুয়ারী) সকাল ১০টায় উপজেলার কুট্টাপাড়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, কুট্টাপাড়া এলাকায় একটি সড়কের পাশে ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য দুলাল মিয়ার সাথে একই এলাকার মিজান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মফিজ উদ্দিন ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
আপনার মন্তব্য লিখুন