৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত: ৩০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ৩০জন লোক আহত হয়েছে। আজ সোমবার( ২৫সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের চাঁনমনিপাড়া ও মোগলটুলা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রামের ছোট ছেলেদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলার একপর্যায়ে উভয় পক্ষের খেলোয়ারদের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে স্থানীয় নান্নু ঠাকুরের বাড়ির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অর্ধ-ঘন্টাব্যাপি চলমান এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন লোক আহত হয়েছে। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রন করেন। এ ঘটনায় গুরতর আহত রাজিব ঠাকুর(২৬), শিপন ঠাকুর(২৭), নাঈম ঠাকুর(২৪) ও রাকিব ঠাকুর(২২)সহ অন্যান্য আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আরও পড়ুন