সরাইলে ‘দুই দিনের খেলাঘর’ থেকে চির বিদায় নিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইদ্রিছ আলী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ , ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
সরাইলে ‘দুই দিনের খেলাঘর’ থেকে চির বিদায় নিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইদ্রিছ আলী
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজের হাতেগড়া শখের দ্বিতল “দুই দিনের খেলা ঘর” থেকে চির বিদায় নিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো: ইদ্রিছ আলী।
উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের পান্ডবপাড়ার এই বিশিষ্ট মুরব্বী শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বাদ জুম্মা নিজ এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
বিএনপির এই প্রবীণ নেতার বাড়ি সরজমিনে ঘুরে দেখা যায়, বেশ কয়েক বছর নিজের জায়গায় শখের দ্বিতল বাড়ি নির্মাণ করেন মরহুম ইঞ্জিনিয়ার ইদ্রিছ আলী। বাড়ির নামকরণ করেছেন বিসমিল্লাহ ভবন। প্রধান ফটকে বড় করে লিখে রেখেছেন ‘ দুই দিনের খেলা ঘর।’। শখের সেই ‘ ‘দুই দিনের খেলা ঘর’ বিসমিল্লাহ ভবন ছেড়ে চির বিদায় নিলেন ইঞ্জিনিয়ার ইদ্রিছ আলী।
বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে শুক্রবার সকালে তাঁর নিজ বাড়িতে ছুটে যান সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর। এ সময় সাথে ছিলেন সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কাজল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, বিএনপি নেতা আজিজুর রহমান শোয়েব, সনু মিয়া, আলমগীর মিয়া ও মাখন মিয়া।
এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান অনেক নেতা-কর্মী মরহুম ইদ্রিছ আলীর লাশ এক নজর দেখতে মরহুমের বাড়িতে যান বলে পারিবারিক সূত্র জানান।
বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেছেন।
আপনার মন্তব্য লিখুন