সরাইলে দুই দিনব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আনুষ্ঠানিভাবে সম্পন্ন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলায় মঙ্গলবার (২৭ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে শুরু হওয়া ২দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান মেলা আজ বুধবার(২৮ফেব্রুয়ারী) আনুষ্ঠিকভাবে সম্পন্ন হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপজেলার ২টি কলেজ, ১২টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ গ্রহণ করছে। আজ সমাপনী দিবসে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিন খানের সঞ্চালনায় সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান। বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় মেলার আনুষ্ঠানিকতা। মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় দল।
আপনার মন্তব্য লিখুন