সরাইলে দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত:৩০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০জন আহত হয়েছে। উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের নোয়াগাওঁ গ্রামের উত্তরহাটি ও দক্ষিণ হাটির লোকজনের মধ্যে আজ বুধবার(১৪আগস্ট) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকদিন পূর্বে দুই এলাকার যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পূর্ববিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ৩ ঘন্টাব্যাপি চলমান সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন লোক আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে হ্যান্ড মাইক হাতে নিয়ে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরকে কর্দমাক্ত মাঠে নেমে উভয় পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রনের প্রাণপন চেষ্টা করতে দেখা গেছে। সরাইল থানা পুলিশ ও জেলা থেকে আগত অতিরিক্ত দাঙ্গা পুলিশ ব্যপক লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: সাহাদাত হোসেন টিটো বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
আপনার মন্তব্য লিখুন