সরাইলে দুই গ্রামের সংঘর্ষ সালিশ বৈঠকে আপোষ-মীমাংসা। জনমনে স্বস্থি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ণ , ১৬ জুন ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া ও নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের সংঘর্ষ সালিশ বৈঠকের মাধ্যমে শেষ হয়েছে। শুক্রবার( ১৫জুন) জুন সরাইল থানার সম্মেলন কক্ষে উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে আপোষ মীমাংসা হয়। গত বৃৃৃৃহস্পতিবার(১৪জুন) সরাইলের এই দুই গ্রামের মধ্যে সংঘটিত সংঘর্ষ দ্রুত আপোষ মীমাংসা করতে সরাইল উপজেলা প্রশাসন, এলাকার জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন নিরলসভাবে কাজ করেছেন। পবিত্র ঈদকে সামনে রেখে দ্রুত আপোষ-মীমাংসা করতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দফায় দফায় বৈঠক করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত। সরাইল থানার অপরাধ সম্মেলন কক্ষে সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিশকারক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সালিশ সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট অাব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার(সরাইল সার্কেল) মোঃ মনিরুজ্জামান ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া। সরাইলউপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অাব্দুল হালিম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান অাব্দুল জব্বার, নোয়াগাও ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী, আওয়ামীলীগ নেতা এডভোকেট অাব্দুর রাশেদ, এ, আই মনোয়ার উদ্দিন মদন, এডভোকেট সৈয়দ তানবির হোসেন কাউছার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ুন কবির, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাদেক মিয়া, মোঃ ইদ্রিস আলী, মোঃ মনসুর আলী, মোঃ মাসুদ মিয়া প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উভয় পক্ষের বিশিষ্টব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন