সরাইলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া ও নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামের লোকজনের মধ্যে বৃহস্পতিবার(১৪জুন) এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উচালিয়াপাড়া গ্রামের সায়েদ মেম্বারের পুত্র খোকন মিয়া ও তেরকান্দা গ্রামের ফজু মেম্বারের পুত্র সাব্বির মিয়ার মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে বুধবার(১৩জুন) বিকালে উচালিয়াপাড়া মোড়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পর দিন বৃহস্পতিবার সকাল ১১টায় তেরকান্দা গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উচালিয়াপাড়া গ্রামের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরসহ ৩টি গরু ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার সূত্র ধরে উভয় পক্ষের লোকজন উচালিয়াপাড়া ও তেরকান্দা গ্রামের মধ্যস্থলে ফাঁকা জমিতে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রামের আশপাশের গ্রামগুলো থেকে লোকজন বিক্ষিপ্তভাবে সংঘর্ষে জড়ো হতে থাকে। বেলা গড়ার সাথে সাথে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। অর্ধ-কিলোমিটার এলাকাজুড়ে খোলা মাঠে শত শত দাঙ্গাবাজ কয়েকটি স্থানে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত। সিনিয়ির এএসপি (সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির ও সরাইল থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্তি পুলিশ সুপার ইকবাল হোসেনের নেতৃতে জেলার অতিরিক্ত পুলিশ ও বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: আলী আরশাদসহ অন্যান্য পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে টিয়ারশেল, রাঁবার বুলেট, সাউন্ড গ্র্যানেড ছুঁড়ে বিকাল সাড়ে ৩টায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। সাড়ে ৪ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
আপনার মন্তব্য লিখুন