সরাইলে দুই গোষ্ঠীর মধ্যে দুইঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে শিশু ও নারীসহ উভয় পক্ষের বাড়িঘর ভাংচুরসহ অর্ধশত লোক আহত হয়েছে। আজ মঙ্গলবার(৫সেপ্টেম্বর) বিকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানিদিয়া গ্রামের নুর আলী মুন্সীর গোষ্ঠী ও একই গ্রামের মাইঠল্লা গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বিকালে ওমর মিয়া নামে মাইঠল্লা গোষ্ঠীর এক ব্যক্তিকে পূর্ব বিরোধের জের ধরে অরুয়াইল বাজারে মারধর করে গুরতর আহত করে নুর আলী মুন্সীর গোষ্ঠীর লোকজন। স্থানীয় লোকজন আহত ওমর মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ খবর রানিদিয়া গ্রামে ছড়িয়ে পড়লে এর সূত্র ধরে মাইঠল্লা গোষ্ঠীর লোকজন ও নুর আলী মুন্সীর গোষ্ঠীর লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বিকাল পৌনে ৩টায় সংঘর্ষ সৃষ্টি হয়। খবর পেয়ে অরুয়াইল ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এসময় উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। দুইঘন্টাব্যাপি স্থায়ী সংঘর্ষ বিকাল ৫টায় পুলিশ নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের বসত বাড়ি ভাংচুরসহ অর্ধশত লোক আহত হয়। আহতদের স্থানীয়ভাবে, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন