সরাইলে দুঃস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ , ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরীব ও দুঃস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে শুক্রবার(২০ডিসেম্বর) বিকালে নূর নবী (সাঃ) যুব সংগঠনের উদ্যোগে শাহজাদাপুর দৌলত খাঁ মার্কেট সংলগ্ন মাঠে ৪র্থ বারের মতো দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। পীরজাদা সোহেল আব্দালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মোঃ নুরুল হক। সংগঠনের সভাপতি তৌহিদ পাঠান, সমাজ কল্যান সম্পাদক বাবুল মিয়া, সাংবাদিক আল মামুন খান, সমাজকর্মী রওশন আলীসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দাঙ্গা ও মাদকমুক্ত সমাজ গড়তে ভূমিকা রাখায় সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। উল্লেখ্য নূর নবী যুব সংগঠন একটি সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রতিবছর উক্ত আয়োজন করা হয়। সংগঠনটির বেশির ভাগ সদস্যই প্রবাসী। তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় প্রতিবছরের ন্যায় এবারও দুস্থ শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বক্তাগণ মানবিক এই কর্মকান্ডকে স্বাগত জানিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন