সরাইলে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত, মাধ্যমিক পর্যায়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ , ১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১২ফেব্রুয়ারী) সকাল ১০টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা -২০১৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। উপজেলার দু’টি কলেজ, নয়টি মাধ্যমিক স্কুল ও প্রত্যেক ইউনিয়ন থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা অাহমাদুল কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ অাব্দুল অাজিজ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অালমগীর হোসাইনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সরাইল সরকারি কলেজ, মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়, তৃতীয় হয়েছে চুন্টা এসি একাডেমী। প্রাথমিক পর্যায়ে প্রথম হয়েছে চুন্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় মলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে শোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন