সরাইলে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অর্ধ-শতাধিক আহত, আটক ১২
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , ৮ জুলাই ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে দু’গোষ্ঠির লোকদের মাঝে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অর্ধ-শতাধিক লোক আহত হয়েছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার এলাকায় মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৭টায় প্রথম দফায় ও পরদিন বুধবার(৮জুলাই) সকালে দ্বিতীয় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কাটানিশার গ্রামের মিজান মেম্বার ও মনসুর আলীর গোষ্ঠীর লোকজনের মাঝে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের সৃষ্টি হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অর্ধ-শতাধিক লোক আহত হয়েছে। আহতদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
আপনার মন্তব্য লিখুন