সরাইলে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুষ্ঠানিকভাবে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার(১১জানুয়ারী) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা ২০১৮ উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত অনুষ্ঠান মাল্টিমিডিয়ার মাধ্যমে উপভোগ করতে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আবদুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মোছাম্মৎ তাহমিনা আক্তার, সরাইল ডিগ্রী কলেজের(সদ্য জাতীয়করনকৃত) অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক -১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মাহবুব খান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাবেক পূর্নাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মো: মাহফুজ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ । উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত সমাবেশে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর” উন্নয়ন মেলা উদ্বোধন-২০১৮” অনুষ্ঠানটি মাল্টিমিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপভোগ করেন। পরে অতিথিবৃন্দ উপজেলা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিন দিন ব্যাপি এ উন্নয়ন মেলা ১৩জানুয়ারী শনিবার সমাপ্ত হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন