৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইলে তিন ডাকাত গ্রেপ্তার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ , ১০ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরাইল থানার এস আই আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে আজ ৯ডিসেম্বর শনিবার ভোর সাড়ে ৫টায় উপজেলার বড্ডাপাড়া এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন ১। মোঃ আবুল বাশার প্রঃ সুমন (২৬), পিতা- আক্তার হোসেন গ্রাম- স্বজন গ্রাম, ২। মোঃ নবীর হোসেন (২১), পিতা- হেলু মিয়া, গ্রাম- আয়নারটুক, উভয় থানা- লাখাই, জেলা- হবিগঞ্জ এবং ৩। ইয়াছিন (২৮), পিতা- মনছুর , উওর, গ্রাম- সুহিলপুর, থানা ও জেলা- ব্রাহ্মনবাড়িয়া ।

সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত তিন ডাকাত আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাহারা সরাইল, নাসিরনগর, লাখাই, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় ডাকাতি, দস্যুতা সংঘটিত করিয়া থাকে। ১। মোঃ আবুল বাশার প্রঃ সুমন (২৬) ব্রাহ্মনবাড়িয়া সদর থানায় এফ আই আর নং-৬/৬০৪, তারিখ- ০৬ সেপ্টে, ২০১৭; সময়- ১৩.২০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এজাহারে অভিযুক্ত, হবিগঞ্জ এর লাখাই থানার এফ আই আর নং-১৭/১৮২, তারিখ- ২৬ অক্টে, ২০১৬; সময়- ০০.৩০ ঘটিকা। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় এবং একই থানার এফ আই আর নং-০১/১৫, তারিখ- ০৫ ফেব্রু, ২০১৪; সময়- ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় এজাহারে অভিযুক্ত এবং একই থানার এফ আই আর নং-০৭, তারিখ- ৩০ মে, ২০১১; সময়- ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৭৯/৩৮০/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় এজাহারে অভিযুক্ত, ২।মোঃ নবীর হোসেন (২১)ব্রাহ্মনবাড়িয়া সদর থানার এফ আই আর নং-৬/৬০৪, তারিখ- ০৬ সেপ্টে, ২০১৭; সময়- ১৩.২০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এই মামলায়  এজাহারে অভিযুক্ত এবং ৩। ইয়াছিন (২৮) ব্রাহ্মনবাড়িয়া সদর থানার এফ আই আর নং-৫১/৪০১, তারিখ- ২১ জুন, ২০১৭; সময়- ০৮.১৫ ঘটিকায় ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এই মামলায়  এজাহারে অভিযুক্ত।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন