২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে তিন ঘন্টাব্যপী দুই গ্রামবাসীর সংঘর্ষে আহতঃ ৩০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

এম এ করিম সরাইল নিউজ ২৪.কম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তঃত ৩০জন লোক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া-রাজাপুর ও রাণীদিয়া গ্রামের লোকজনদের মাঝে গ্রামের কাঁচা রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অরুয়াইল থেকে কাকুরিয়া গ্রামে কাচাঁ রাস্তা দিয়ে সিএনজি চলাচল করায় রাণীদিয়া গ্রামের কিছু লোক বাধাঁ দেয়। তারা এ রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে যাত্রী আনা-নেওয়া করতে চায়। এ নিয়ে কাকরিয়া গ্রামের মেম্বার সুন্দর আলীর (৬২) সঙ্গে রানিদিয়া গ্রামের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। গত ৯ মার্চ ইউপি সদস্য সুন্দর আলীকে রানিদিয়া গ্রামের কিছু লোক মারধর করে আহত করে ও তার বিরুদ্ধে চাদাঁবাজির মামলা দায়ের করে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ইউপি মেম্বার আদালতের মাধ্যমে জামিনে আসেন ও রানিদিয়ার কিছু লোকের বিরুদ্ধে তিনি ফের মামলা দায়ের করেন। এ ঘটনায় দুই গ্রামের লোকজনদের মাঝে উত্তেজনা চলে আসছিল। এ বিরোধের জের ধরেই কাকুরিয়া-রাজাপুর ও রানিদিয়া গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বৃহস্পতিবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তঃত ৩০জন লোক আহত হয়েছেন। গুরুতর আহত শিকুল মিয়া(৪০), জহিরুল ইসলাম(৩০), আসাদ মিয়া(৩২) ও বোরহান মিয়াকে(৩৫) কিশোরগঞ্জ জেলার জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো’র নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যপারে ওসি সাহাদাত হোসেন টিটো বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দুই গ্রামের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন